ফেডারেশনের অসাধারণ প্রকল্প
৩৬৫ দিন। টালিগঞ্জের মহিলা কলাকুশলীদের সুরক্ষার্থে 'সুরক্ষা বন্ধু' প্রকল্প চালু করল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ১৫ জনের একটি কমিটি গঠন করা হয়েছে এই সুরক্ষা বন্ধু প্রকল্পের অধীনে, যে কমিটির মূল কাজ হবে মহিলা কলাকুশলীদের সব রকম ভাবে সুরক্ষা দেওয়া। বিশিষ্ট আইনজীবী, হাসপাতাল কর্তৃপক্ষ সহ ফেডারেশনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে এই কমিটি। শুক্রবার টেকনিশিয়ানস স্টুডিওতে একথাই ঘোষণা করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। ফেডারেশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, 'চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত মহিলা কর্মীদের সঙ্গে অনৈতিক ব্যবহার ও আরও কিছু কিছু অশালীন ব্যবহার করছেন অনেকে, যা কখনোই সমর্থনযোগ্য নয়। ফেডারেশন এই ধরনের লিঙ্গ বৈষম্য মূলক অভব্যাতার লেশমাত্র সমর্থন করে না। ফেডারেশন আজ 'সুরক্ষা বন্ধু' কমিটি ঘোষণা করছে। বিভিন্ন গিল্ডের সদস্যদের মধ্যে থেকে মহিলা প্রতিনিধিদের নিয়ে ফেডারেশন একটি কমিটি প্রতিষ্ঠা করেছে। কর্মক্ষেত্রে যে কোন জায়গায়, তা শুটিং হোক বা প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশনের কাজ করতে গিয়ে ফেডারেশনের যেকোনো মহিলা সদস্য যদি কোনরকম লিঙ্গ বৈষম্য মূলক আচরণ, অশালীন ইঙ্গিত বা যে কোন প্রকার অরক্ষিত পরিস্থিতির মধ্যে পড়েন কিংবা তাদের যদি কেউ উত্যক্ত করে তাহলে তৎক্ষণাৎ সেই সদস্য এই সুরক্ষা বন্ধু কমিটির যেকোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সে ক্ষেত্রে তাকে সুরক্ষা বন্ধু কমিটির কাছে লিখিত অভিযোগ জানাতে হবে অথবা ই-মেলে অভিযোগ পাঠাতে হবে। surokkhabandhu.fctwei.gmail.com ইমেইল ঠিকানায় অভিযোগ করতে হবে। সুরক্ষা বন্ধুরা যে শুধুমাত্র সেই অভিযোগের তৎক্ষণাৎ প্রতিরোধ বা প্রতিকারের চেষ্টা করবেন, শুধু তাই নয় তাদের কাজের পরিধিও হবে আরও বিস্তৃত।' এদিন সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, 'সুরক্ষা বন্ধু কমিটি তৈরি করে আদতে আমরা সার্বিকভাবে টালিগঞ্জের কলাকুশলীদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমরা একই সঙ্গে আর্টিস্ট ফোরামকেও আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে।' স্বরূপ বিশ্বাস জানান, ফেডারেশন ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই বিষয়ে অবগত করেছে। ঠিক কেমন করে কোন ভাষায় কোন পদ্ধতিতে অভিযোগ দাখিল করতে হবে তার জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে পারবেন নিগৃহীত কলাকুশলী। এইজন্যই এই কমিটির মধ্যে যুক্ত হয়েছেন গোপাল চন্দ্র হালদার, সব্যসাচী ব্যানার্জীর মতো একাধিক বিশিষ্ট আইনজীবীরা। অন্যদিকে অভিযোগকারীনিকে সব রকম ভাবে মনোবল বৃদ্ধি সহ চিকিৎসা পরিষেবা প্রদান করবে বিবি পোদ্দার হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড। বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ সিইও সুপ্রিয় চক্রবর্তী সুরক্ষা বন্ধু কমিটির অন্যতম সদস্য। আইনজীবী থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই ফেডারেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, বাংলা টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি এর মত সদা বিস্তারিত এই শিল্পে সকল সদস্যদের মধ্যে যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসকে দৃঢ় করে এই পরিবেশকে সম্পূর্ণ দূষণমুক্ত করার ক্ষেত্রে সুরক্ষা বন্ধু প্রকল্প উদ্যোগী ভূমিকা নেবে। ফেডারেশনের এই পদক্ষেপ চলচ্চিত্র শিল্পে আদর্শ পরিবেশ গড়ে তুলবে বলেই মত টালিগঞ্জের কলাকুশলীদের।