বুকে হাত দিয়ে বলুন তো, আমি সেকুলার নই?
৩৬৫ দিন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা বিশ্বাস করেন আমি সেকুলার নই? বুকে হাত দিয়ে বলুন তো আমাকে ধর্মনিরপেক্ষ মনে করেন কিনা? এভাবেই আজ রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভাজপা বিধায়কদের পক্ষ থেকে তোলা সাম্প্রদায়িক অভিযোগের জবাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যার কোন জবাব খুঁজে না পেয়ে নীরব হয়ে অধিবেশন কক্ষে বসে থাকলেন শুভেন্দু অধিকার |
কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। তাই তাঁকে আগেই বয়কট করে ভাজপা। বিধানসভার অধিবেশনে ফিরহাদের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু অধিকারীরা। তাঁরা দাবি করেন, তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। এমনকি বিধানসভার অধ্যক্ষের কাছে ভাজপা দাবি জানায় ফিরহাদ হাকিমকে অধিবেশন কক্ষেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। লোকসভার অধ্যক্ষ যেভাবে ভাজপা বিরোধী সমস্ত সাংসদদের যাবতীয় দাবি অগ্রাহ্য করে শুধুমাত্র ভাজপা সাংসদদের পক্ষে রায় দেন, তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে রাজ ধর্ম পালন করে বাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন অনুরোধ করেন অধিবেশন কক্ষেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম একটা কথা বলতে চান। আপনারা দয়া করে হাউস ত্যাগ না করে ওঁর কথাটা একবার শুনুন। এরপর নিজেদের আসনেই বসে ফিরহাদের কথা শোনেন ভাজপা বিধায়করা। বিধানসভায় বক্তব্য রাখতে উঠে আবেগপ্রবণ হয়ে পড়ে ফিরহাদ বলেন, মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন তখন উত্তর দিতে হয়। যখন আমি উত্তর দিচ্ছি, তখন বেরিয়ে যাচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা বিশ্বাস করেন আমি সেকুলার নই? বুকে হাত দিয়ে বলুন তো আমাকে ধর্মনিরপেক্ষ মনে করেন কিনা? কোনও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কী বলেছি সেটা নিয়ে এরকম আচরণ করা হচ্ছে। এই কথা যখন বলছেন ফিরহাদ, তখন বিধানসভায় পিন ড্রপ সাইলেন্স। শুভেন্দু অধিকারী নিজেও চুপ করে শোনেন ফিরহাদ হাকিমের কথা। ফিরহাদ হাকিম বলেন, আপনারা সকলেই জানেন, বিরোধী দলনেতাও জানেন, আমি নিজে দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো সবই অর্গানাইজ করি। উনিও অনেক সময় গিয়েছেন আমার ওখানে। আমি ধর্মনিরপেক্ষ ছিলাম, আছি, থাকব। ফিরহাদ হাকিমের এই স্পষ্ট বক্তব্যের পরে কার্যতম মুখে কুলুপ এঁটে বসে থাকতে হয় ভাজপা বিধায়কদের। ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পরে আর বিরোধীরা ওয়াকআউট করেননি।
পরে ফিরহাদ জানান, আমি জন্মগত ধর্মনিরপেক্ষ। আমি ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করি। ইসলাম ধর্মকে মানি। কিন্তু অন্য ধর্মকে সম্মান করি। ধর্মনিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি। আমি আমার পার্টির ম্যানিফেস্টো বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি। তবে বিরোধীদলের ভূমিকা নিয়ে আমি কোন কথা বলবো না।