হাইলাইট
।।মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা।।ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি।।শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়।।নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ
৩৬৫ দিন Exclusive
Avinash

মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা

শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি

ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়

হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা

৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের

৩৬৫ দিন। নেটফিলক্সে পরিচালক অনুভব সিনহার আইসি ৮১৪, কন্দহার হাইজ্যাক ছবিটি নিয়ে বিতর্ক এবার অন্য মাত্রা নিল। ছবিটি মূল ঘটনা থেকে বিচ্যুত এবং দেশের মর্যাদা রক্ষায় ব্যর্থ,একই সঙ্গে ভুল তথ্যে অতিরঞ্জিত এই অভিযোগে কেন্দ্র কড়া অবস্থান নিল। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওটিটি মাধ্যমের শীর্ষকর্তা মণিকা শেরগিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেক্রেটারি সঞ্জয় জাজুর সঙ্গে দেখা করেন। দীর্ঘ ৪০ মিনিটের বৈঠক হয়। পরে এই বৈঠকে ডাকা হয় পরিচালক অনুভব এবং তার ক্রিয়েটিভ ও রিসার্চ ডাইরেক্টরকে। গতকাল থেকেই কেন্দ্র সরকারের আপত্তির জেরে ওটিটি মঞ্চের কর্তা আইসি এইট ওয়ান ফোর— দ্য কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজ়ের বিধিবদ্ধ সতর্কীকরণে কিছু রদবদল করেছেন।১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণকে কেন্দ্র করে তৈরি সিরিজ়টি গত সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে। এই সিরিজ়ে কয়েক জন অপহরণকারীর যে নাম ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আপত্তি উঠেছে।

স্বরাষ্ট্র দফতরের নির্দেশে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ব্যখ্যা চাওয়া হয়। নেটফ্লিক্সের তরফে যুক্তি দেওয়া হয়, ১৯৯৯ সালের কান্দাহার হাইজ্যাকের সঙ্গে যাঁরা অবগত নন, সেই দর্শকের কথা মাথায় রেখেই ডিসক্লেমারে অপহরণকারীদের আসল এবং ছদ্মনামও রাখা হয়েছে। ২০০০ সালের ৬ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিবিৃতি অনুসারে বিমানটির পাঁচ জন অপহরণকারীই ছিলেন মুসলমান জঙ্গি । তারা বিনা বাধায় মিশন সফল করতে হিন্দু ছদ্মনাম ব্যবহার করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল,পাঁচ জন অপহরণকারী একে অপরকেচিফ, ডক্টর, বার্গার,ভোলা,শঙ্কর বলে ডাকছিল।হ্যাইজ্যাকারদের নাম শঙ্কর, ভোল। এতেই তীব্র আপত্তি ওঠে দেশজুড়ে। কট্টর পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈবার মত জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীদের নাম কেন ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতার নামে রাখা হবে। এই অভিযোগে হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিস্ক প্রতিবাদ কিছুদিন আগেই শুরু হতে গিয়েছিল। কেন্দ্রের তরফ থেকে বলা হয়, যদিও বা জঙ্গিরা নিজেদের মিশনের স্বার্থে ওই হিন্দু কোড নামে একে অপরকে ডাকছিল,কিন্তু এত বছর পর ছবি নির্মাণ করতে গিয়ে,এটি ব্যবহার করার কোনও মানে নেই। অনায়াসে তাদের আসল নাম রাখা যেত। এই হিন্দু নাম ব্যবহার কোটি কোটি মানুষের কাছে ভুল বার্তা দেবে। এই প্রজন্মের যারা অতীতের ইতিহাস জানে না,তারা ভুল বুঝবে। একই সঙ্গে কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত লেগেছে,যার দায় নেটফ্লিক্স বা পরিচালক এড়াতে পারেন না।

১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর পাঁচ হরকত উল মুজাহিদিন সংঘটনের জঙ্গিরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি -৮১৪ বিমান হাইজ্যাক করেছিল। নেপাল, পাকিস্থান হয়ে আফগানিস্থানের কন্দহর বিমানবন্দরে নেমেছিল সেই বিমান। বিমানটিতে ১৯০জন যাত্রী ছিল যার মধ্যে ক্যাপ্টেন দেবী শরণ, ফার্স্ট অফিসার রাজিন্দর কুমার এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার অনিল কুমার জাগিয়া সহ ১৭৯ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। দেশের পক্ষে অত্যন্ত যন্ত্রণার এই অপহরণ। কারণ যাত্রীদের প্রাণের বিনিময়ে লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার সহ তিন কট্টর জঙ্গি নেতা মুক্তি পেয়েছিল। তার পরবর্তী ১৩ বছর ভারতের বুকে একের পর এক জঙ্গি হানা,সন্ত্রাসবাদী কার্যকলাপ ও ধ্বংসলীলা চলেছে। ফলে স্পর্শকাতর এই বিষয় নিয়ে পরিচালকের আরও গভীর ভাবনার প্রয়োজন ছিল বলেই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ ্ঞরা।

যদিও তুম বিন, আর্টিকেল ১৫, রা ওয়ান, মুল্ক, আফোয়ার মত ছবির পরিচালক অনুভব রিসার্চ এর ওপর ভিত্তি করেই ছবি নির্মাণ করেন। কিন্তু তিনি এই ক্ষেত্রে মারাত্নক ভুল করে ফেলেছেন বলা যায়। পঙ্কজ কাপুর, কানোয়ালজিৎ, অরবিন্দ স্বামী,বিজয় বর্মা এবং নাসিরুদ্দিন শাহ, দিয়া মির্জা অভিনীত এই সিরিজ নেটফ্লিক্স থেকে উঠে যেতে পারে বলেও অনেকের মত। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে,তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপস্থিতিতে ডেকে কড়া বার্তা দেওয়া হল ছবির পরিচালক অনুভব সিনহা,ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ছবির প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়াকে। শুধু ডিসক্লেমার দিলে হবে না কাজ। নেটফ্লিক্স প্ল্যাটফর্ম থেকে সম্ভবত তুলে নেওয়া হবে এই ছবি। এর মধ্যেই টপ সিক্স ট্রেন্ডিং তালিকা থেকে সরে গিয়েছে ছবি। ফলে ওটিটি থেকে উঠিয়ে নেওয়ার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

Scroll to Top