নিজস্ব প্রতিনিধি, বসিরহাট
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা ছ'টা নাগাদ সারাদিন চলতে থাকা বৃষ্টির সঙ্গেই এক ভয়াবহ টর্নেডো শুরু হয়। সেই টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় ৩০টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়। তরণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিপত্তি ঘটে যান চলাচলে। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরাও। যেহেতু কৃষিপ্রধান এলাকা এই স্বরূপনগর। তাই এখানে পটল, কাঁকরোল, ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক সব্জি চাষ হয়েছিল। টর্নেডো সেই সমস্ত খেতগুলির উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সব্জি চাষ। যার ফলে স্বভাবতই মাথায় হাত কৃষকদের। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। শনিবার সকাল দশটায় ব্লক স্তরের আধিকারিকরা পরিদর্শনে যাবেন ওই গ্রামে।