৩৬৫ দিন। মুহুর্মুহু হাতুড়ির আঘাত পড়ছে ৪০ ফুটের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তিতে। শাবলের ঘায়ে চুরমার শেখ মুজিবুরের মুরাল। কালো কালি লেপে দেওয়া হচ্ছে তাঁর ছবিতে। ঢাকার গণভবনে তখন হাজার মানুষের ঢল। চেয়ার ,টেবিল থেকে জানলার পর্দা,দামী কার্পেট থেকে তৈলচিত্র, শাড়ি, জামাকাপড়, ইলেকট্রনিক গ্যাজেট, ক্রকারি তুলে নিয়ে যাচ্ছে মানুষ। প্রধানমন্ত্রীর রাজকীয় শয্যায় চলছে ফটোশুট। সাধারণ মানুষ খামার থেকে তুলে নিয়ে যাচ্ছে হাঁস,মুরগি, ছাগল। কয়েক হাজার উন্মত্ত জনতার হাতে চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। গণ অভ্যুত্থান বোধহয় একই বলে। ইউরোপ থেকে আফ্রিকা, এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা এই গণ অভ্যুত্থানের চরিত্র এবং বহিঃপ্রকাশ একই। সোভিয়েত ইউনিয়নের পতনের গোটা বিশ্ব দেখেছিল প্রথমবার বেলারুশের বুকে কমরেড লেনিনের মূর্তি ভাঙার দৃশ্য। তখন ইন্টারনেট নেই,টেলিভিশনও জনপ্রিয় হয়নি। কিন্তু ২০১৪ সালে ইউক্রেনের কিয়েভে স্বতস্ফূর্ত গণ অভ্যুত্থান রুশ কমিউনিস্ট বিরোধী ক্ষোভে ৭০ ফুটের লেনিনের ব্রোঞ্জ মূর্তিতে হাতুড়ির ঘা পড়তে,বুলডোজার দিয়ে গুড়িয়ে যেতে দেখেছে বিশ্ব। মাটিতে গড়াগড়ি খেতে দেখা গিয়েছে লেনিনের ভাঙ্গা মুন্ড। ঠিক যেভাবে বাগদাদে ক্রেন দিয়ে উপড়ে ফেলার দৃশ্য আমেরিকার দৌলতে দেখেছে দুনিয়া। কালভার্ট থেকে ছেড়া,মলিন জামাকাপড় পরহিত লিবিয়ার জেনারেল গদ্দাফিকে গণ অভ্যুত্থানের রোষে গণপিটুনিতে মরতে দেখেছি। ইতিহাস দেখিয়েছে ইতালির ডোঙ্গো শহরে গণ অভ্যুত্থান আর জনরোষে উল্টো করে ঝোলানো ফ্যাসিস্ট শাসক বেনিটো মুসোলিনি এবং তার স্ত্রী ক্লারেতো পেটাচির দেহ।
ট্রাক ট্রাক ট্রাক / শুয়োর মুখো ট্রাক এসেছে/ দুয়ার বেঁধে রাখ। তৎকালীন পূর্বপাকিস্তানে গণ অভ্যুত্থানের পটভূমিকায় বাংলাদেশের কবি আল মাহমুদের এই কবিতা খুব জনপ্রিয় হয়েছিল। সময়টা শুধু বদলে হয়েছে,পাল্টেছে প্রেক্ষাপট,কিন্তু গণ অভ্যুত্থানের এভাবেই বহিঃপ্রকাশ হয়। সময়ের আয়নায় ইতিহাস নিজেই নিজের প্রতিবিম্ব দেখায়। ৫মে ১৭৮৯র প্যারিসের বাস্তিল দুর্গ থেকে ৫ মার্চ ১৯১৭ সালে মস্কোয় জারের প্রসাদ, ১৯৮৯ সালে রোমানিয়ার বুখারেস্টে চেসেস্কুর গ্র্যান্ড প্যালেস, ২০০৩ এ সাদ্দাম হুসেনের অস আলম প্যালেস, ১৯৮৬ সালে ফিলিপিন্সের ইমল্ডা মার্কোস এর বিখ্যাত ভবন, ২০১১তে লিবিয়ায় জেনারেল গদ্দাফির ওমর হাউজ,১৯৪৫ সালে বেনিত মুসোলিনির পালাইস মুসোলিনি,থেকে ২০২৪ এর ৫ আগষ্ট ঢাকার গণভবন, সময়ের সারণী ধরে প্রেক্ষাপট বদলেছে,কিন্তু গণ অভ্যুত্থান তার চেহারা বদলায়নি।