মুখ্যমন্ত্রী চিঠি প্রধানমন্ত্রীকে
৩৬৫ দিন। দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য আসছে, তাতে সারা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংসতা শেষ হওয়া দরকার। এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিলেন মমতা।
আজ মুখ্যমন্ত্রী এই মর্মে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর পরে নবান্নে চিঠিটি পড়ে শোনান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা বাংলার প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে মমতা নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি পোস্ট করে জানান দেশের উত্তরোত্তর বেড়ে চলা ধর্ষণের ঘটনায় নিজের উদ্বেগের কথা।
চিঠিতে মমতা লিখেছেন, গোটা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে ধর্ষণের পর খুনও করা হচ্ছে। এ নিয়ে যে পরিসংখ্যা উঠে আসছে, তা ভয়ঙ্কর। পরিসংখ্যান বলছে, প্রতিদিন দেশে ৯০টি করে ধর্ষণের ঘটনা ঘটে। এতে গোটা দেশ এবং সমাজের বিবেকবোধ এবং আত্মবিশ্বাসও কেঁপে উঠেছে। আমাদের সকলের কর্তব্য এই অপরাধে ইতি টানা, যাতে দেশের মহিলারা নিরাপদ এবং সুরক্ষিত বোধ করেন।
এই ধরনের গুরুতর এবং স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে বিশদে আলোচনা হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকারকে কঠোর আইন আনতে হবে, যাতে জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ফাস্ট ট্র্যাক ট্রায়াল কোর্ট গড়ে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ১৫ দিনের মধ্যে যাতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়, তা দেখতে হবে এক্ষেত্রে।