আরএসএস, ভিএইচপির সঙ্গে বৈঠক কার্তিক মহারাজের
শিলিগুড়ি।শিলিগুড়িতে বিতর্কিত কার্ত্তিক মহারাজের সান্নিধ্যের মাঝে হিন্দু উগ্র মৌলবাদ সংগঠনের ছাতার তলায় সঙ্ঘ পরিবারের গোপন বৈঠক ঘিরে জোড় জল্পনা। সম্প্রতি শিলিগুড়ি অস্বস্তির বাতাবরণ তৈরী অভিসন্ধীতে এক সুপ্ত রাজনৈতিক প্রচেষ্টা চলছে। বর্তমান থমথমে পরিবেশকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেই রাজ্য গোয়েন্দা সূত্রের খবর। রবিবার ছুটির দিনে বিভিন্ন আবাসিক এবং সঙ্ঘ পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়িতে গোপন বৈঠক করে। এদিন রুদ্ধ দ্বার বৈঠকে যাতায়াতকারীদের রাখা হয় শক্ত নিয়মানুবর্তিতা এবং নজরদারির মোড়কে। প্রনামি মন্দির রোডে একটি স্থানে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন বৈঠক চলে। বিশ্ব হিন্দু পরিষদ ছিল আয়োজন গোষ্ঠীর ভূমিকায়। এই তল্লাটে এদিন কাউকেই কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। জানা গিয়েছে গীতা পাঠের আসর সহ ধর্মকে ধারালো রাজনৈতিক হাতিয়ার করে ধারাবাহিক ভাবে উগ্র হিন্দুত্ববাদের নামে সম্প্রদায়িক জিগির তুলে অশান্তির মহল তৈরি করতে চাইছে শহরে। জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন আশ্রমিকাদের একটা অংশকে সাথে নিয়ে গুঁটি সাজানার প্রস্তুতি চলছে। এদিন সাময়িকভাবে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক জিগিরের নকশা তৈরি করেছে গেরুয়া শিবির। বিজেপির নির্ণায়ক শক্তি আরএসএস হিন্দু পরিষদ এবং আশ্রমিকাদের একাংশকে সামনে রেখে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের উস্কানিমূলক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে সে মানচিত্র প্রস্তুত করছে।এদিন বৈঠকে কিভাবে কিকি ধর্মীয় অনুষ্ঠানের অছিলায় জমায়েত সৃষ্টির চূড়ান্ত নকশা তৈরীর করা হয়েছে। সঙ্ঘের বিশ্বস্ত সূত্রের খবর এই পরিকল্পনা পুরোটাই সরকার বিরোধী কার্যকলাপ ও অভ্যুত্থানের মঞ্চ গড়তেই উগ্র মৌলবাদের মোড়কে মুড়ে কার্য সিদ্ধি করতে নামছে তারা। গীতা পাঠ এর নামে লক্ষ মানুষের জমায়েতের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য গোয়েন্দা সূত্রের খবর যদিও এই জমায়েতের অভিসন্ধির কথা মাথায় রেখে বিপুল সংখ্যক জমায়েতের কোনরকম অনুমতি মেলেনি এখনও পর্যন্ত পুলিশের তরফে। একই সঙ্গে মিছিলের পরিকল্পনা রয়েছেন শহরে। যা থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সরকার বিরোধী স্লোগানের বিষয় নির্ধারন করেছে ভাজপার পরিচালন শক্তি হিসেবে কাজ করা উগ্র হিন্দু মৌলবাদি সংগঠন। জানা গিয়েছে প্রচ্ছন্নভাবে সম্প্রতি এই পরিকল্পনার পেছনে বিতর্কিত বেলেডাঙ্গার মহারাজের নাম উঠে এসেছে। তিনি সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং শিলিগুড়ির এই বৈঠকের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তার সান্নিধ্যে পরিকল্পনার মাস্টার প্ল্যান তৈরি করছেন উদ্যোক্তারা।