বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
৩৬৫ দিন। বাংলাদেশের ঘটনায় বাংলায় বা ভারতের কোথাও কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় তাই সকল রাজনৈতিক দলের নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এই আবহে সকলকে সোশ্যাল মিডিয়ায় এমন কোনও প্ররোচনামূলক পোস্ট করতে বিরত থাকার আবেদন করলেন মমতা। ভাজপার কিছু নেতা প্ররোচনামূলক পোস্ট করছেন, তারাও যেন এই মুহূর্তে সে কাজ না করেন তারও আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার বাইরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এটুকুই বলবো, শান্ত থাকুন, সুস্থ থাকুন। কেউ কোনো সাম্প্রদায়িক মূলক আচরণ করবেন না। আইন হাতে তুলে নেবেন না। বিপদে পড়লে আমাদের ভাই বোনেরা, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এটা দেখে রাখবে। কারণ এখনো কিছু লোক ওখানে আছে। ভারত সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতা সহ সকলের কাছে অনুরোধ করব, দয়া করে এমন কিছু পোস্ট (সোশ্যাল মিডিয়ায়) করবেন না যাতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। সমস্ত দলের নেতাদের আমি বলব, দেশে আমাদের সরকার আছে, এটা তাদের ওপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কিছু মন্তব্য করবেন না যাতে কোন হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মাথায় রাখবেন। বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। বিজেপি নেতাদেরও আমি এটাই বলব। কারণ তারা ইতিমধ্যেই কিছু পোস্ট করেছেন, যে পোস্টগুলি করা উচিত নয় বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলব, কেউ কোন পোস্ট করবেন না। শান্তি রক্ষার স্বার্থে এগিয়ে আসুন। ভারত একটি দেশ, বাংলাদেশ একটি দেশ। কিন্তু পাশের রাষ্ট্রে যদি কিছু হয়, প্রতিবেশীর কিছু হলে তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতি দেখে রাখতে হবে। সব সন্তানরা যেন ভালো থাকে।' প্রসঙ্গত, বিধানসভার সূত্রের খবর, এদিন নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খোঁজ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী এলাকা বা বাংলার অন্যত্র যেন কোন ধরনের কোন গন্ডগোল না হয় সে কারণে একাধিকবার মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বিধানসভায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলে বিধানসভার সূত্রের খবর।