৩৬৫ দিন। মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে শাসানি ও কু-কথা বলার পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা থেকে কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগ পত্র চেয়ে পাঠাল তৃণমূল। রবিবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই প্রসঙ্গে অখিল গিরির সঙ্গে কথা বলেন এবং মহিলা রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করার কথা অখিল গিরিকে জানান সুব্রত বক্সি। তৃণমূল সূত্রের খবর, যদি অখিল গিরি পদত্যাগ পত্র না পাঠান, তাহলে তাকে রাজ্য মন্ত্রীসভা থেকে বরখাস্ত করা হবে। অন্যদিকে দলীয় নেতৃত্বের নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যে নিজের ইস্তফা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিল গিরি। রবিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে অখিল গিরি জানান, তার ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি। তবে সরকারি আধিকারিকের কাছে কোনও অবস্থাতেই ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি। এদিন নিজের বাড়িতে অখিল গিরি বলেন, 'আমার ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেব। দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম। দল আমাকে বিধায়ক করেছে। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন। আমার কথায় দলের ভাবমূর্তি খারাপ হলে সিদ্ধান্ত ঠিকই আছে। আমি কখনও কোনও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। আর চাইব না। মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের সভায় বলেছিলেন যে বিত্তবান নয়, বিবেকবান চাই। যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোয় যদি মন্ত্রিত্ব যায় তো যাক।' রবিবার অখিল গিরির পদত্যাগ প্রসঙ্গে তৃণমূলের জাতীয় মুখপাত্র শান্তনু সেন বলেন, 'গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে যে আচরণ করেছেন, দলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে আমরা এই আচরণকে কোনভাবেই সমর্থন করি না। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।' একইসঙ্গে শান্তনু সেন জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রসঙ্গত, গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাহু বীরবাহা হাঁসদার কাছে অখিল গিরির সম্পর্কে অভিযোগ করেন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মনীষা সাউয়ের সঙ্গে কথা বলার পর একটি সামগ্রিক রিপোর্ট তুলে দেন মুখ্যমন্ত্রীর কাছে। রবিবার শান্তনু সেন বলেন, 'আজ দলের নির্দেশে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি টেলিফোনে অখিল গিরিকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে মহিলা ফরেস্ট অফিসারের কাছে যেমন তিনি ক্ষমা চান এবং দলের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে। এই ধরনের রাজ ধর্ম পালন একমাত্র তৃণমূলই করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনদিন এই রাজ ধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না। সিপিএমও কোনদিন এই রাজ ধর্ম পালন করতে পারেনি।' তৃণমূল সূত্রের খবর, এই অবস্থায় যদি অখিল গিরি পদত্যাগ পত্র না পাঠান, তাহলে রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শনিবার একটি ভিডিও প্রকাশ করা হয় (যার সত্যতা যাচাই করা হয়নি), যেখানে দেখা যাচ্ছে তাজপুর সমুদ্র সৈকত এলাকায় বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযান করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়েন মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউ। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে হয় রেঞ্জ অফিসার মনীষা সাউ এবং অখিল গিরির মধ্যে। অভিযোগ, তাজপুরে বনদপ্তরের জমিতে বেআইনি দোকান বসিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সেই দোকান রাতের বেলা গুঁড়িয়ে দেয় বন দপ্তরের কর্মীরা। ভিডিওয়ে দেখা যায়, মহিলা রেঞ্জ অফিসারের উদ্দেশ্যে অখিল গিরি বলছেন, 'আপনি কত বড় অফিসার আমি দেখে নেব। আপনি রাত্রিবেলা কেন দোকানগুলো কাটলেন আমি জানতে চাই। ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। না হলে বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, কী ১০ দিন। আপনাদের বিরুদ্ধে মানুষের কী অভিযোগ আছে সব বিধানসভায় আমি পাস করে দেব।' ভিডিওতে অখিল গিরিকে বলতে শোনা যায়, ওই মহিলা অফিসারের উদ্দেশ্যে নানান কু-কথা। গোটা ঘটনায় অখিলগিরির আচরণের সমালোচনা করে তৃণমূল নেতৃত্ব। দলীয় নির্দেশে, ওই মহিলা আধিকারিক মনীষা সাউয়ের সঙ্গে কথা বলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পরে অখিল গিরির ভূমিকা নিয়ে দলে আগে থেকেই ক্ষোভ ছিল। এই ঘটনা কফিনে শেষ পেরেক পুঁতে দিল।
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে
শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের
নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর
কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস
আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ
মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা
শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের