বিস্ফোরক অভিযোগ তেজস্বী যাদবের,
৩৬৫ দিন। পাটনা। নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য বাংলায় ভারতীয় জনতা পার্টি গুন্ডামির রাজনীতি করছে। আর ভারতীয় জনতা পার্টির বাংলার নেতাদের এই গুন্ডামিতে লাগাতার উৎসাহ দিয়ে জ্বলেছে কেন্দ্রীয় ভাজপা নেতৃত্ব। দেশের যে সমস্ত রাজ্যের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে সেখানে নারী নির্যাতনের ঘটনা নিয়ে যাতে লোকে কোন প্রতিবাদ করতে না পারে তার জন্য পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে গুন্ডামি চালাচ্ছে ভাজপা। এভাবেই বাংলায় প্রথমে নবান্ন অভিযানের দিনে এবং পরে রাজ্যজুড়ে ধর্মঘট ডেকে ভারতীয় জনতা পার্টির গুন্ডামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রের জনতা দলের প্রধান তেজস্বী যাদব।
গতকাল কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই ঠিক একই ভাষায় ভাজপাকে আক্রমণ করেছিলেন মমতা নিজেও। রাজ্যজুড়ে ভাজপা গুন্ডামির রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছিলেন মমতা। আজ মমতার সেই বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানালেন তেজস্বী যাদব। আজ পাটনায় তেজস্বী যাদব বলেন, ভাজপা বাংলায় গুন্ডাগিরি করছে। দোকানবাজার থেকে জিনিসপত্র বার করতে টানাহেঁচড়া করছে এবং শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ভাজপা নিয়মিতভাবে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে। বাংলা বা অন্য কোনো রাজ্যের মানুষ যেন ভাজপার এই ফাঁদে পা না দেয়। কারণ এটাই ভারতীয় জনতা পার্টির প্রকৃত চরিত্র।
কি বলেছেন তেজস্বী যাদববিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আজ বলেন, ভাজপা গোটা পশ্চিমবঙ্গে গুন্ডামি চালাচ্ছে। বাজারে দোকানপাট লুট করা হচ্ছে। ভাজপার লোকেরা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। তারা জনগণকে ক্রমাগত উসকানি দিচ্ছে, তবে বাংলা বা অন্য কোনো রাজ্যের মানুষের উপর এর প্রভাব পড়বে না। যতদূর ধর্ষণের ঘটনাগুলি উদ্বিগ্ন, উত্তরপ্রদেশ এবং অন্যান্য ভাজপা শাসিত রাজ্যগুলিতে সেগুলি সবচেয়ে বেশি। বিহারে এটা প্রায়ই ঘটছে। এটা নিয়ে তারা নীরব কেন? ভাজপা সর্বত্র আতঙ্ক সৃষ্টি করতে চায় কিন্তু তারা তা করতে ব্যর্থ হবে। এরপরেই তিনি বাংলায় আরজিকরের ঘটনাকে সামনে রেখে ভাজপার কর্মসূচি এবং তাদের ভূমিকার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে, ভাজপা দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।