হাইলাইট
।।মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা।।ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি।।শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়।।নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ
৩৬৫ দিন Exclusive
Avinash

মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা

শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি

ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়

হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা

৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

যৌথ পরিবারের গল্প নিয়ে যেন চাঁদের বাড়ির সিকুক্যয়েল

প্রচেত গুপ্তর গল্প আকাশ ৮ ধারাবাহিকে

৩৬৫ দিন। চাঁদের বাড়ি থেকে কিরণ কানন, এক ছাদের নিচে একসঙ্গে বাঁচার গল্প। চাওয়া, পাওয়া, দুঃখ, যন্ত্রণা, মান অভিমানের টুকরো টুকরো বিষয়গুলোকে ভালোবাসা দিয়ে জুড়ে ফেলার গল্প। সাহিত্যিক প্রচেত গুপ্তর মধুর হওয়া গল্প নিয়ে এবার বাংলা ধারাবাহিক তৈরি হয়েছে। সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আট চ্যানেলে দেখানো হবে এই ধারাবাহিক। প্রচেত গুপ্তর সাহিত্য সম্পর্কে পাঠকরা বলেন, তিনি সাধারণের গল্প বলেন। তাঁর চরিত্ররা কেউই লার্জার দ্যান লাইফ নয়। বরং ধূলাবালির জীবনে মাটির দেওয়াল গড়ে। ঝিলডাঙ্গা থেকে ভূপতি সেন কলোনি, ব্যারাকপুরের রেলস্টেশনের সাইকেল স্ট্যান্ড থেকে উত্তর কলকাতার গলিতে ছড়িয়ে আছে তার চরিত্ররা। তারা অতি সাধারণ, কখনও বিবর্ণ, অসহায়, হতাশাগ্রস্থ। আবার কখনও মিছিলে প্রতিবাদী, রেবেল মুন বা চন্দ্রাহত কিংবা তীব্র প্রেমিক। স্বল্প পরিসরে জীবন যুদ্ধে রক্তাক্ত হয়েও একটু একটু করে কুড়িয়ে নৈয় কুচি কুচি ভালোবাসা, মমতা, স্নেহ, উল্লাস। অতি স্বল্প আয়োজনে জৌলুসহীন সেই চরিত্ররা জীবনের জলতরঙ্গ শুনিয়ে যায়। তীব্র সংকেত দেয় মধ্যবিত্ত জীবনের ছাপোষা বিবর্ণতার মধ্যে

জীবনের ক্যালাইডোস্কোপের। এই সময়ের অন্যতম বলিষ্ঠ সাহিত্যিক প্রচেত গুপ্তর এহেন চরিত্ররা চলচ্চিত্র, টেলিভিশনের পর্দায় আসবে না, তা কী করে সম্ভব। শুরু করেছিলেন তরুণ মজুমদার। প্রচেত গুপ্তর চাঁদের বাড়ি অবলম্বনে তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এরপর বালুকাবেলা ডট কম, নেকলেস, চোরের বউ। সাহিত্যনির্ভর বাংলা চলচ্চিত্রের সেই বিপুল সম্ভাবনার কথা ভেবেই এবার টেলিভিশনের বাংলা ধারাবাহিকে এবার সাহিত্যিকের মধুর হওয়া আসছে। আকাশ আট চ্যানেলে এই ধারাবাহিক দেখানো হবে প্রতি সপ্তাহে সোম থেকে শনি পর্যন্ত। আকাশ আট দীর্ঘদিন ধরেই বাংলা সাহিত্যনির্ভর ধারাবাহিক প্রদর্শিত হয়। বর্তমানে ধারাবাহিক সোপ অপেরা মানেই যে ওয়ান লাইনার কোনও রকমে লিখে দেওয়া অতি সাধারণ এবং একঘেয়ে বিষয় নয় এটি। এই বিষয়ে প্রচেত গুপ্ত বললেন, এই চ্যানেল সাহিত্য ভিত্তিক অনেক ধারাবাহিক তৈরি করে। তাই এই গল্পটা নিয়ে তারা কাজ করার ইচ্ছা প্রকাশ করলে রাজি হয়ে যাই। 'চাঁদের বাড়ি' একটা যৌথ পরিবারের গল্প বলেছিল। মধুর হাওয়া এখনকার যৌথ পরিবারের ছবি তুলে ধরবে। যেখানে বাবা ভাবতেই পারে

না ছেলে অ্যাপ বাইকে করে কোথাও যাবে আর সেই বাইকটা চালাবে একজন মহিলা। বাজার যাওয়ার পরিবর্তে বাড়িতেই সব কিছু আনিয়ে নেওয়া যাবে। এই যে টেকনোলজির পরিবর্তন, আর সেই পরিবর্তনের সঙ্গে পরিবারের বিভিন্ন প্রজন্মের মানিয়ে নেওয়া, বিরক্তি প্রকাশ করা; এই সব মিলিয়েই এই গল্প। এটা উপন্যাস নয়। তাই অবশ্যই ধারাবাহিকের জন্য গল্পটা বাড়াতে হবে। সেই বিন্যাসের কাজটা করছেন রাকেশ ঘোষ। অবশ্যই আমিও সঙ্গে আছি ওঁদের। কিরণ কানন গল্পের মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে, যেটা উত্তরাধুনিক এবং একই সঙ্গে মধ্যবিত্ত বাঙালির একটু একটু করে ভেঙ্গে যাওয়া ট্যাবু চিহ্নিত করবে। একই সঙ্গে থাকছে প্রাচীনপন্থী ও আধুনিক মানসিকতার দ্বন্দ্ব ও বিবর্তন। একই বাড়িতে চার প্রজন্মের মধ্যে জেনারেশন গ্যাপের পাশাপাশি একাত্মতা এই গল্পের মূল ইউএসপি। এই প্রসঙ্গে পরিচালক অনিন্দ্য সরকার বলেন, এটি যৌথ পরিবারের গল্প। অনেক মতবিরোধের মধ্যেও তাদের যৌথ পরিবারের ভালোবাসার। গল্প বলবে। যেটা এই সময়ের জন্য অত্যন্ত ভালো বার্তা।

Scroll to Top