শিলিগুড়ি। ফের বড় ধস সিকিমে। ধসে লন্ডভন্ড তিস্তা জল বিদ্যুৎ কেন্দ্র। তিস্তার বাঁধ ভেঙে ধসে গুঁড়িয়ে গিয়েছে এনইএইচ পিসির জল বিদ্যুৎ কেন্দ্রের ভবন। সিংথামের রাস্তায় বড় ফাটল। পুনরায় বিপর্যস্ত পাহাড়ি রাজ্য সিকিম। মঙ্গলবার সকাল ৭.৩০নাগাদ হুড়মুড়িয়ে আস্ত পাহাড় ধসে পড়ে সিকিমের সিংথামে বালুতারে তিস্তা জল বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রের ওপর। গুঁড়িয়ে গিয়েছে এনএইচ পিসির তিস্তা জল বিদ্যুৎ প্রকল্পের বহুতল ভবন সহ সুউচ্চ টাওয়ার। বীভৎসতার সাক্ষি সিকিমের ওই এলাকার বাসিন্দারা। চোখের নিমেষে এদিন সিংথাম দ্বীপুদারা বালুতার কাছে পাহাড়ে ধস চোখে পড়ে স্থানীয়দের। তবে চোখের নিমেষে সে ধস প্রকাণ্ড বিভীষিকার আকার নেবে তা কল্পনায় করে উঠতে পারেনি এলাকাবাসীরা।নিমেষে মধ্যে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের স্টেজ পাঁচের ভবনের পেছনের পাহাড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। হুঁড় মুড়িয়ে আস্ত পাহাড় ধসে পড়ে। তিস্তা জল বিদ্যুৎ প্রকল্প স্টেজ পাঁচের ভবনের বহুতলের ওপর ধসে গুঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিনত হয়।জানা গিয়েছে গত সপ্তাহ থেকে প্রায় বেশ কয়েকবার তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র স্ট্রেজ ৫ প্রকল্পের কাছাকাছি এলাকায় বেশ কয়েকবার ধস নামে। কিছুটা আশংকা প্রকাশ করে এলাকাবাসীরা। আর এদিন আশংকা ভয়াবহ রূপ নিয়ে নেমে আসে। এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫ এর এই প্রকল্পের কারণে এলাকায় পাহাড়ের ক্রমাগত ধসের মুখোমুখি হতে হচ্ছে বলে একাধিকবার স্থানীয়দের তরফে উঠে আসে অভিযোগ।কিন্তু বিগত বছরই সিকিমে লোনক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টি হরপা বানে ধ্বংসস্তূপে পরিণত করে ছোট্ট পাহাড়ি রাজ্যকে।যার প্রভাবে সিকিমের নিচের অংশে উত্তরবঙ্গ জুড়ে তিস্তা নদীর রুদ্র রূপের কবলে প্লাবিত হয়ে পড়েছিল গ্রামের পর গ্রাম,বস্তি। বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,কালিম্পং চার জেলাই। তবে তারপর অপরিকল্পিতভাবে একের পর জল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজে বিন্দুমাত্র নিয়ন্ত্রণ টানেনি সিকিম সরকার। এমনকি কেন্দ্রের তরফে সিকিমের পর এত বড় বিপর্যয়ের পরবর্তী সময়তেও একাধিকবার চলতি জুলাই মাস পর্যন্ত একের পর এক বড় ধসের সম্মুখীন হলেও তার কারণ অনুসন্ধানের উচ্চস্তরের কেন্দ্রীয় জিওলজিক্যাল সার্ভের সঠিক কোনো রিপোর্ট সামনে আসেনি।আর ফের এদিন বড় বিপর্যয়ের মুখে পড়তে হলো সিকিমকে। সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধসের কারনে এই ঘটনায় ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের স্টেজ পাঁচ প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি থেকে একটি বিশেষজ্ঞ টিম এনএইচপিসির এই ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষণে আসছে।বিশেষজ্ঞ টিম পর্যবেক্ষণ করে এনএইচপিসির এই তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অবস্থান ও আগামী ভবিষ্যৎ চালুর বিষয় নির্ধারণ করবে।ঘটনায় ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়টি পরিবার মাথা গোজার ঠাঁই থেকে সহায় সম্বল নিঃশেষ হয়ে গিয়েছে।এই ধসের জেরে সিংথাম ডিকচু রাস্তায় বড় ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে রাস্তা সম্পূর্ণ কারো গ্রুপে ক্ষতিগ্রস্ত থাকায় ওই রূপ ধরে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর পরিবর্তে ডকচু হয়ে সিংথামের দিকে যাতায়াত করতে হবে। কালু ছেত্রী,কুল বিডিআর সুব্বা,আনন্দ তামাং,ধনরাজ রাই,নেরু হ্যাংমা সুব্বা, তরন বিডিআর ছেত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বালুতার এনএইচপিসির প্রকল্পের গেস্ট হাউসে ত্রাণ শিবির খুলে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া ঘটনার পর এলাকা পর্যবেক্ষণে পৌঁছান সিকিমের প্রশাসনিক আধিকারিকেরা। গ্যাংটক জেলা শাসকের তরফে বিআরও-কে ধসে সম্পূর্ণ হবে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার কাজ দ্রুত শুধু নির্দেশ দিয়েছেন। খনিজ ও ভূতত্ত্ব বিভাগ বারংবার সিকিমে ভূমিধসের বিশদে জিওলজিক্যাল সার্ভের করে কিভাবে এই বিপর্যস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাকে পুনরায় স্বল্প ও দীর্ঘ দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংস্কার কাজে নামা যায় সে নির্দেশ দেবে। এদিন ধসের বীভৎস সেই কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর যা নিয়ে অপরিকল্পিতভাবে পরপর জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে দাবি করছেন বিশিষ্টজনেরা। পাহাড়ি ছোট্ট রাজ্যকে খুবলে প্রকৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে অপরিকল্পিতভাবে বড় বড় ইমারত, কারখানা থেকে সেতু গজিয়ে উঠেছে। সর্বোপরি তিস্তার বুকে আর্থিক উন্নয়নকে নজরে রেখেই একাধিক অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে সরকারি প্রকল্প সিকিমের এই পরিস্থিতির জন্য দায়ী বলেই মনে করছেন ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা।
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে
শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের
নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর
কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস
আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ
মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা
শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের