রতনে রতন চেনে
৩৬৫ দিন। ফেক নিউজের সুনামির মধ্যে একটি আশ্চর্য সত্য ঘটনা বা যাকে বলে রিয়েল নিউজ আজ বুধবার সকলের হাতে গরম। জানা গেল, আরজিকরের সাবেক প্রিন্সিপাল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত সন্দীপ ঘোষ ‘আনন্দবাজার পত্রিকা' আয়োজিত সেরা চিকিৎসক হিসেবে ‘স্বাস্থ্যরত্ন' পুরস্কার পান ২০২২ সালে। প্রসঙ্গত তখন থেকেই সন্দীপ ঘোষের নানারকম দুর্নীতি নিয়ে আরজিকর হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা প্রশ্ন তুলেছেন। এই সংবাদে অনেকেই বিস্মিত হয়েছেন, অনেকে বিশ্বাসও করেননি। যে সন্দীপ ঘোষকে সংবাদপত্রটি গত ১০ দিন ধরে একটানা ‘কুখ্যাত’ বলে পাতায় পাতায় চিহ্নিত করছেন, সেই সংবাদপত্রটিই আবার ২ বছর আগে ওকে রত্ন পুরস্কারে ভূষিত করলেন! উল্লেখ্য এটি ফেক নিউজ নয় ।