শুভদীপ দে, হুগলি
৩৬৫ দিন | পান্ডুয়ার গ্রাম গোহাল গ্রামে মর্মান্তিক ঘটনা, পান্ডুয়ার শিমলাগর ভিটাসিন পঞ্চায়েতের গ্রাম গোহাল এর পূর্ব পাড়ার বাসিন্দা বছর ৩০ এর সাগর রায় ভাড়া থাকতেন পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায়, বৃষ্টিতে চারিদিক ভেসে যাওয়ায় রাস্তায় পুকুরসহ খাল বিলের জল একাকার হয়ে যায়, বাড়ির অদূরে খালি হাতে সেই জলে মাছ ধরছিলেন সাগর একটি কৈ মাছ ভেসে যাওয়ায় সেটা ধরে মুখের মধ্যে অর্ধেকটা ধরে রেখে দেয়, তারপর দুহাত দিয়ে অন্য মাছ ধরতে যাওয়ার সময় জীবন্ত কৈ মাছটি কিভাবে তার মুখের ভেতর ঢুকে গিয়ে গলায় আটকে যায় শুরু হয় শ্বাসকষ্ট, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষণা করে, পান্ডুয়ায় মর্মান্তিক এই ঘটনায় এলাকায় বাসিন্দারা শোকোস্তব্ধ হয়ে পড়েছেন, মৃত সাগর রায়ের মা লক্ষ্মী রায় জানান রাস্তায় জমা জল থেকে খালি হাতে কৈ মাছ ধরছিল তারপর একটি কৈ মাছ ধরে মুখে রেখে অপর একটি কৈ মাছ ধরতে গিয়েই মুখে ধরে রাখা জীবন্ত কৈ মাছটি গলায় আটকে শ্বাস বন্ধ হয়েই মৃত্যু হয় তার ছেলের।