পি টি ঊষাকে বিষয়টা দেখার নির্দেশ মোদির
৩৬৫ দিন। যে কুস্তিগীরদের আন্দোলন দমন পীড়ন দিয়ে প্রতিরোধ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার, চাপে পড়ে সেই ভিনেশ ফোগট এর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে উঠে আগের দিন রাতেই ইতিহাস সৃষ্টি করেন ফোগট। শোনা যায় হাতছানি ছিল তার। বুধবার সকালে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক থেকে বাতিল করা হলো ভারতীয় কুস্তিগিরকে। ভিনেশ ছিটকে যাওয়ার পর পরেই তার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 'ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। প্রত্যেক ভারতবাসীর অনুপ্রেরণা। আজকের সেটব্যাক আঘাত করবে। এই মুহূর্তে আমি যা অনুভব করছি কথা দিয়ে যদি তার ব্যাখ্যা করতে পারতাম। একইসঙ্গে আমি জানি তুমি সহনশীলতার প্রতীক। চ্যালেঞ্জ নেওয়া তোমার স্বভাব। আরো শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করো। আমরা তোমার সঙ্গে গলা ফাটাচ্ছি।' এরপরেই ভারতের অন্যতম সেরা অ্যাথলিট পিটি উষাকে টেলিফোন করেন নরেন্দ্র মোদি। সামগ্রিক বিষয়টি জানতে চান তার কাছে। এক্ষেত্রে ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত বদলাতে পারে কিনা, সে সম্পর্কে পি টি ঊষার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর।
ষড়যন্ত্রের শিকার ভিনেশ, অভিযোগ কংগ্রেসেরভিনেশ ফোগাটের অলিম্পিক থেকে ছিটকে যাওয়া নিয়ে গোটা দেশ তোলপাড়। কয়েকঘন্টার মধ্যে কীভাবে এতটা ওজন বেড়ে গেল সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাংসদ রণদীপ সূর্যেওয়ালা। নিজের এক্স হ্যান্ডেলে মোদি সরকারের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে ভারতের ক্রীড়া ইতিহাসে এই দিনটিকে 'কালো দিন' বলে উল্লেখ করেন তিনি। ফের উঠে আগে ব্রিজভূষণ ঘটনা। ভিনেশের অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবার মতবিরোধ রাজনৈতিক দুই পার্টির। রণদীপ সূর্যেওয়ালা লেখেন, '১৪০ কোটি ভারতীয় হতবাক। এটা বিশাল ষড়যন্ত্র। তবে গোটা দেশ ওর সঙ্গে আছে।' বিজেপির ছ'বারের সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে 'মি টু' ঘটনার উল্লেখও করেন। তিনি আরও লেখেন, 'প্রথমে তৎকালীন রেস্টলিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিং দেশের বিশ্বচ্যাম্পিয়ন মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। দেশের মেয়েকে বিজেপির লোকজন দিল্লির যন্তরমন্তরের রাস্তায় পুলিশকে দিয়ে হেনস্থা করায়। তারপর মোদি সরকার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এই মেয়েটির বিশ্ব জয় করার ক্ষমতা ছিল। কিন্তু আমাদের দেশের সিস্টেমের কাছে হেরে গেল।' এই টুইটে কয়েকটা প্রশ্নও তুলে দেন কংগ্রেসের সাংসদ। প্রশ্ন করেন, 'ভিনেশের এই সাফল্য কার হজম হচ্ছিল না?' অন্তর্ঘাতের প্রশ্নও তোলেন। এই টুইটের জবাব দেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও।ভিনেশের এই ঘটনাকে প্রথমেই ষড়যন্ত্রের তকমা দেন বিজেন্দ্র সিং। প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন জানান, যারা ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য সহ্য করতে পারেন না, এটা তাঁদেরই ষড়যন্ত্র। বিজেন্দ্র বলেন, 'আমার ধারণা এটা অন্তর্ঘাত। মাত্র ১০০ গ্রাম! ইয়ার্কি হচ্ছে নাকি! অ্যাথলিটরা এক রাতে পাঁচ-ছয় কেজি কমিয়ে ফেলতে পারে। সেখানে ১০০ গ্রামের জন্য আটকে গেল! এটা কঠিন হলেও, আমরা জানি খিদে কীভাবে কন্ট্রোল করতে হয়। অন্তর্ঘাত বলার কারণ, অনেকেই ভারতের ক্রীড়াক্ষেত্রে সাফল্য দেখতে পছন্দ করে না। এই মেয়েটা এতো কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। ওর জন্য হৃদয় ভেঙে যাচ্ছে।' ভিনেশের হয়ে আবেদন করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে তাতে সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা নেই।
ভিনেশকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি অভিষেকেরসর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে উঠেছিল চাঞ্চল্যকর যৌন হেনস্থার অভিযোগ। তাঁকে পদ থেকে সরানো না হলে, দেশের তারকা কুস্তিগিররা খেলা ছেড়ে দেবেন বলেই প্রতিবাদে শামিল হয়েছিলেন। সেই আন্দোলনের মুখ ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট ও সাক্ষী মালিকরা।বুধবার অলিম্পিক্সে সোনার জন্য লড়াইয়ের কথা ছিল ভারতীয় কুস্তি তারকা ভিনেশ ফোগাটের। কিন্তু মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্য ৫০ কেজি বিভাগের ফাইনালের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান ভিনেশ। শোকের ছায়া নামে আসে ভারতীয় কুস্তি মহলে। পাশাপাশি এনিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। কেউ কেউ এর মধ্যে ষড়যন্ত্রও দেখছেন। এর মধ্যেই এনিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।অভিষেক এক এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, 'সরকার ও বিরোধীদের একটি সিদ্ধান্তে পৌঁছনো উচিত। সেটি হল, হয় ভিনেশ ফোগটকে 'ভারতরত্ন' দেওয়া হোক অথবা রাজ্যসভায় তাঁকে সদস্যপদ দেওয়া হোক। কারণ ভিনেশ যা করে দেখিয়েছেন তাকে স্বীকৃতি দেওয়া উচিত। ভিনেশ যে লড়াটা করেছেন তাকে সনম্মান জানাতে এটুকু আমরা করতে পারি। কোনও মেডলেই তাঁকে সম্মান জানানো যায় না।' এদিকে প্রধানমন্ত্রী পিটি উষাকে বার্তা দিয়েছেন, প্যারিসে ভিনেশের বিষয়ে কড়া প্রতিবাদ করার জন্য।