হাসান মেহেমুদ, ঢাকা
৩৬৫দিন। আগামীকাল দুপুরে বাংলাদেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূস। দেশে ফিরেই বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনূস দুপুর ২.১৫ মিনিট নাগাদ প্যারিস থেকে বাংলাদেশে এসে পৌছবেন। তারপরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বঙ্গভবনে। বুধবার বাংলাদেশের নৌবাহিনী ও স্থল বাহিনীর ২ চিফকে পাশে নিয়ে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন।আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। বিকালে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত আটটা নাগাদ শপথ হতে পারে। উনি দুপুর দুইটা দশে আসবেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে ৪০০ জন লোকের উপস্থিতি থাকবে। তার আরও দাবি,আমরা সব ধরনের সহায়তা করবো। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধান করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।ডক্টর ইউনূসকে আমি রিসিভ করতে যাব। লক্ষ ছাত্র জনতা বিমানবন্দরে যাবেন ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে সেনাপ্রধানের সঙ্গে থাকবে লক্ষ ছাত্র জনতা। বৈষম্য বিরোধী সমন্বষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কাল আমরা ড. ইউনূসকে স্বাগত জানাতে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীর জমায়াত করব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশা করা যায় ছাত্র জনতা মিলে প্রায় লক্ষ লোক বাংলাদেশের ভাবী অভিভাবককে ফুলে মালায় সংবর্ধনা জানাবে। খুনি শেখ হাসিনা ছাত্র জনতার রক্তে রাঙা হাত নিয়ে লেডি ম্যাকবেথের মতো আতঙ্কে পালিয়েছেন ভারতে। সেই রক্তে ভেজা বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়তে আসছেন শান্তির নোবেলজয়ী প্রফেসর মহম্মদ ইউনুস।