৩৬৫ দিন। শিলিগুড়ির মতো ঝাড়গ্রামে ৬৪ একর জমিতে গড়ে উঠবে টাইগার সাফারি। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। ঝাড়গ্রামে গড়ে উঠেছে আরচারি একাডেমী। অলিম্পিকে ভিনেশ ফোগটকে ডিসকোয়ালিফাই করা হয়, ওজন বেড়ে যাওয়ার কারণে যা নিয়ে প্রতিবাদে সরব হয় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিন মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে জানান, এর পিছনে সত্যিটা কী আছে তা দেশবাসী জানতে পারবে। এদিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই ধামসা মাদলের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।
টাইগার সাফারিএদিন মুখ্যমন্ত্রী বলেন,'ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায়। অরণ্য সুন্দরীর গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন। তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে। শিলিগুড়িতে যেরকম টাইগার সাফারী আমরা চালু করেছি সেরকম।' প্রসঙ্গত, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্যের শিলিগুড়ি তে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে। খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে। ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ ঝাড়গ্রামে আসবেন। যার ফলে ঝাড়গ্রাম পর্যটন ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। এছাড়াও ঝাড়গ্রামে পর্যটন এর উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,'এক সময় ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় করতেন। সে সব এখন অতীত। এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসাবে ঝাড়গ্রামকে বেছে নিয়েছে। আগামী দিনে আরো বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আসা প্রকাশ করেন।
মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগটের পাশে মুখ্যমন্ত্রীমহিলা কুস্তিগীর ভিনেশ ফোগটের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার কারণে অলিম্পিক থেকে তাকে ডিসকোয়ালিফাই করা হয়। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ঝাড়গ্রামের আরচারি একাডেমী থেকে একদিন এখানকার মেয়েরা অলিম্পিকে যাবে। আমি ব্যথিত, যে মেয়েটি সোনা আনতে পারত, কী কারণে বা কেন তাকে বঞ্চিত করা হল, সেটা দেশবাসী জানবে আগামী দিনে। তাকে অনেক সংগ্রামী অভিনন্দন জানাই।'
কন্যাশ্রীতে ঝাড়গ্রাম প্রথমএদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবস। জেলাশাসক আমাকে বলছিলেন, রাজ্যের মধ্যে এইবার প্রথম হয়েছে ঝাড়গ্রাম।'
ঝাড়গ্রামে আরো আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবেঝাড়গ্রামে ইতিমধ্যেই ১ লক্ষ এর উপর বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। খুব দ্রুত আরো আড়াই লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আদিবাসী উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান করেন। আদিবাসী সাংস্কৃতিক দল গুলিকে ধামসা মাদল বিতরণ করেন। তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে শুক্রবার ৪৫৪ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিন প্রায় আড়াই লক্ষ্য আদিবাসী মানুষকে সামাজিক পরিষেবা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার কি কি কাজ করেছে তাও তিনি তার ভাষনে বিস্তারিত ভাবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'ঝাড়গ্রাম জেলার এক লক্ষ বাড়িতে পাইপ লাইন এর মাধ্যমে পানীয় জন পৌঁছে দেওয়া হয়েছে। আরো আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কাজ চালছে, খুব শীঘ্রই আরো আড়াই লক্ষ বাড়িত পানীয় জল পৌঁছে যাবে বলে জানান তিনি।
আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে নাএদিন ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আদিবাসীদের স্বার্থে আদিবাসীদের জমি কাউকে হস্তান্তর করা যাবে না। রাজ্য সরকার আইন করে দিয়েছে। অল চিকি হরফে আদিবাসী ছেলে মেয়েদের সাঁওতালি ভাষায় পঠন, পাঠনের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিন, বীরসা মুন্ডার জন্ম দিন, হুল দিবস, করম পুজোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৭০০ জাহের থান ও দেড় হাজার মাঝি বাবার থান এর উন্নয়নে কাজ করা হয়েছে। কালিম্পং ও রাজারহাটে আদিবাসী ভবন তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে আদিবাসী ভবন তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, 'আদিবাসী গুনিজনদের সম্মান দেয় রাজ্য সরকার। তিন লক্ষ্য আদিবাসী মানুষ জয় জোহার প্রকল্পপের সুবিধা পাচ্ছে। আদিবাসী দের জমির পাট্টা দেওয়া হয়েছে। আদিবাসী মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার উন্নয়নে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছে।' একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সারি ও স্বার্ণা ধর্মের স্বীকৃতির জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অল সিটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে সারদি ভাষার জন্য একাধিক স্কুল তৈরি করা হচ্ছে।
বিগ বাজারএদিন মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য সকল জেলার মতো ঝাড়গ্রামেও এক একর জমিতে বিগ বাজার তৈরি করা হবে। যার একটি তলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি দ্রব্য বিক্রি হবে। বিগ বাজারে সিনেমা হল থাকবে।
ঘাটার মাস্টার প্ল্যানশুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'ঝাড়গ্রাম নতুন জেলা গঠিত হওয়ার পর ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, বেলপাহাড়িতে সরকারি স্কুল, একাধিক কলেজ, লালগড়ের কংসাবতী নদীর উপর সেতু, কেশিয়াড়িতে সুবর্ণরেখা নদীর উপর জঙ্গল কন্যা সেতু, ঝাড়গ্রাম জেলা আদালত, ঝাড়গ্রাম জেলা কালেক্টরেট তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম এর বিভিন্ন মন্দিরের উন্নয়নে কাজ করা হয়েছে। পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষার, রাস্তাঘাটের উন্নয়নে কাজ করা হয়েছে। কেলেঘাই কপালেশ্বরী নদীর সংস্কার করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করা হয়েছে, ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হয়েছে। আদিবাসী ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই রূপায়ন করবো। প্রতি বছর একটু বৃষ্টি হলে ঘাটালের মানুষকে বন্যার কবলে পড়তে হয়। তাই রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্যান করবে। যার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।' এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, 'হাতির হামলায় মৃত বাক্তির পারিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। জঙ্গলমহল কাপ খেলায় অংশ গ্রহনকারী সফল ছেলে মেয়েদের এবং মাওবাদী হামলায় মৃতদের পরিবারের এক জন সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। আদিবাসী দের পাশাপাশি রাজবংশীদের উন্নয়নেও রাজ্যসরকার কাজ করছে।' তাই সকলকে মুখ্যমন্ত্রী শান্তি, শৃঙ্গলা বজায় রাখার জন্য আহ্বান জানান।