৩৬৫দিন। আমাদের সামান্য ভুলে যেন ছাত্রদের মহান বিজয় হাতছাড়া না হয়। হিংসা নয়, ঘৃণা নয়, জাতীয় সম্পত্তি যাতে নষ্ট না হয়। বাংলাদেশে ফেরার আগে প্যারিস বিমানবন্দর থেকে শান্তির বার্তা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য শপথ গ্রহণ করবেন প্রফেসর ইউনূস। তার আগে তিনি বার্তা দিয়ে বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন,আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।
হিংসার ঘটনা কমেছে, ৩-৪ দিনে পরিস্থিতি স্বাভাবিকবুধবার সাংবাদিক বৈঠক করে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে বলেন, প্রথমদিকে কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পিছনে কিছু কারণ ছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক শান্ত হয়ে এসেছে। প্রথম দু-একদিন যে হিংসা হয়েছে তার সংখ্যা এখন অনেক কমে এসেছে। আমরা আনসার বিডিপিকেও কাজে লাগাচ্ছি। তিন চার দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। যারা অন্যায় করেছে তাদের আমরা ছাড়বো না। আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশ ডিউটিতে নেই। কিন্তু আমরা হাজার হাজার মানুষকে উদ্ধার করেছি। বহু সরকারি কর্মচারীদের রেসকিউ করেছি। বিমানবন্দর, ডিপ্লোমাটিক এলাকা, সেক্রেটারিয়েট , বিচারপতি, সেক্রেটারিদের অ্যাকোমোডেশন এরকম গুরুত্বপূর্ণ জায়গা গুলো আমরা প্রটেক্ট করছি। পেট্রোলিং চলছে। সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হব। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। এক, দুদিন যে হিংসা হয়েছে তার জন্য আমি দুঃখিত ও বিব্রত।পুলিশ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন,পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই পুলিশ পুনর্গঠিত হবে ।পুলিশ কাজে নেমে যাবে যখন তখন ভয়েডটা পূরণ করতে পারবো। ইতিমধ্যেই পুলিশের প্রধান নিয়োগ করা হয়েছে। পুলিশ পুনরগঠিত হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশ একটা বড় ফোর্স, পুলিশ না থাকায় একটা ভয়েড সৃষ্টি হয়েছিল। সেই ভয়েড দ্রুত পূরণ হয়ে যাবে। ছাত্রদের প্রশংসা করে কামার উজ জামান বলেন, ছাত্র ও ভলেন্টিয়াররা দারুন কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, রাস্তা পরিষ্কার করছে। যেসব জায়গায় ধ্বংসলীলা চালানো হয়েছে সেসব জায়গায় পরিষ্কার করছে। আমরা চাই ওরা এভাবেই ভালো কাজ করে যাক।ঢাকার বাইরে যে সব জায়গায় লুটতরাজ চলছে , সেগুলো প্রতিহত করার জন্য আমি ওদের কাছে অনুরোধ করেছিলাম। তারা সেই কাজও করছে।
অন্তর্বর্তীকালীন সরকার আপাতত ১৫ জনেরঅন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কারা থাকবেন? এই প্রশ্নের জবাবে ওয়াকার উজ জামান বলেন, আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। তারপরও দুই-একজন করতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা বলতে চাচ্ছি না।
গুজবে কান দেবেন নাসেনাপ্রধানের আবেদন, অনেক ধরনের গুজব চলছে জনগণকে বলব সেই সব গুজবে যেন কান না দেয়। সেনাবাহিনী নিয়ে সেনা নিবাসে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। দয়া করে এই ধরনের কোন গুজব ছড়াবেন না।