ভাজপা শাসিত রাজ্য অসমে আবারও গনধর্ষণ,
৩৬৫ দিন। ভাজপা শাসিত রাজ্যে ফের গণধর্ষণ। এবার ঘটনাস্থল অসম। টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের নবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ করল তিন দুষ্কৃতী। প্রশ্নের মুখে রাজ্যের নারী এবং শিশু সুরক্ষা। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ' অসমে ফের গণধর্ষণের ঘটনায় মর্মাহত। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চরম নিন্দনীয় এই ঘটনা ফের প্রমাণ করে দিল রাজ্য সরকারের পুলিশ-প্রশাসন নারী এবং শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ। যারা এমন নৃশংস ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরও কড়া আইন আনার ব্যাপারে ভাবনা চিন্তার সময় এসেছে। নির্ভয়ার ঘটনার পর আইনে সংশোধন এনেও গণধর্ষণের ঘটনা আটকানো যাচ্ছে না তাই আইন আরো কড়া হওয়া দরকার। পুলিশ সূত্রে খবর, অসমের নওগাঁর ধিঙ এলাকার বাসিন্দা ওই নাবালিকা বৃহস্পতিবার রাতে টিউশন সেরে বাড়ি ফিরছিল। পথে তাকে তিন দুষ্কৃতী অপহরণ করে। নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তাকে। গভীর রাতে প্রায় অচৈতন্য অবস্থায় এলাকার একটি পুকুরের ধার থেকে নাবালিকাকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় অসম সরকার এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক ছাত্র সংগঠনের ডাকে শুক্রবার ধিঙে চলছে বনধ্। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ১২ ঘন্টার মধ্যে তিন জনকে গ্রেফতার করা না হলে গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে। চাপের মুখে অসম পুলিশের সাফাই, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তদের গ্রেফতার করা হবে। যদিও শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।