৩৬৫ দিন। হাসপাতালের ছাদে ল্যান্ড করল হেলিকপ্টার, যুগান্তকারী ঘটনা কলকাতায়।দেশের মধ্যে প্রথম কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ছাদে তৈরি হয়েছে হেলিপ্যাড। যেখান থেকে প্রতিদিনই এয়ার অ্যাম্বুলেন্স ওঠানামা করবে। রাজ্য সরকারের পরিবেশ বিভাগ, ট্রান্সপোর্ট ও কলকাতা পুরসভা এই বিষয়ে বিশেষ ভাবে সাহায্য করেছে ডিশান হাসপাতালকে। শুক্রবার সকালে প্রথম ট্রায়াল রানে সফল অবতারন হল হেলিকপ্টারের। ডিশান হাসপাতালের এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করলো দেশের সামনে। সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন ডিজিসিএ,র প্রতিনিধিরা। বেহালা ফ্লাইং ক্লাব থেকে দ্য অগাস্তা ১০৯ এসপি হেলিকপ্টারটি বেরিয়ে ছিল। হেলিকপ্টারের ভিতরে ছিলেন ক্যাপ্টেন ইন্দ্রনীল ভট্টাচার্য, সহ পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন সঞ্জীব শর্মা।ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিডিএ) অনুমোদিত সংস্থা ওএসএস-এর ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এই অবতরনটি পরিচালনা করেছেন। ডিশান হাসপাতালের তরফ থেকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে এই বিমান ওঠানামার বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই এয়ার এম্বুলেন্স ব্যবস্থার ফলে কোন জরুরী পরিস্থিতিতে রোগীকে অত্যন্ত দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা করা যাবে। বিদেশের হাসপাতালে এই ধরনের ব্যবস্থা থাকলেও ভারতবর্ষে এতদিন যাবৎ হাসপাতালের ছাদে বিমান ওঠানামার কোন ব্যবস্থা ছিল না। ডিশান হাসপাতালের ম্যানেজিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত জানিয়েছেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে একেবারে তৈরী। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নর্থ-ইস্টের মানুষ সুবিধা পাবে। অ্যাম্বুলেন্সের তুলনায় এয়ার অ্যাম্বুলেন্সে খরচ পড়বে প্রায় ছ’গুণ বেশি। এই হেলিকপ্টার সার্ভিস শুরু করার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা আমরা পেয়েছি।পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে, নর্থ-ইস্ট ও ইস্টার্ন ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলের রোগীরা এই হেলিকপ্টার সার্ভিস বা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে কাজ করবে এই এয়ার অ্যাম্বুলেন্স। অত্যন্ত কম সময়ে হাসপাতালে পৌঁছতে ব্যবহার হবে এয়ার অ্যাম্বুলেন্স। সময় বাঁচিয়ে রোগীকে চিকিৎসা দিতে এই পদক্ষেপ অন্যন্য দৃষ্টান্ত তৈরি করবে। পাশাপাশি সুরক্ষার কথা মাথায় রেখে হায়দ্রাবাদ থেকে ফায়ার ফাইটিং টিমকে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে।
ডিশান হাসপাতালের ছাদে হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুলেন্স
- khabar365din
- January 17, 2025
- 6:11 pm
- No Comments
